Blog Details

Blog

সেচ্ছায় রক্ত দান করতে এই মুহূর্তে রেজিস্ট্রেশন করুন Blood Host BD তে । নিয়মিত রক্ত দানে ,হার্ট অ্যাটাকের ঝুকি কমে ।

রক্ত দান নিসন্ধহে একটি মহৎ কাজ ।  রক্তের গুরুত্ব আমরা তখনি বুঝতে পারি যখন আমাদের আপনজনের রক্ত প্রয়োজন হয় । Blood Host BD টিম সর্বদা চেষ্টা করে যাচ্ছে সেচ্ছায় রক্ত দানের প্রবণতা বৃদ্ধি করার জন্য । একজন রক্ত দাতার দেওয়া এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন এবং একটি পরিবারকে ফিরিয়ে দিতে পারে মুখের হাসি । 

স্বেচ্ছায় রক্ত দানে রক্ত দাতার উপকারিতা ঃ

  1. ১. নিয়মিত রক্তদাতাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুকি কম থাকে ।
  2. ২. বছরে তিনবার রক্ত দান করলে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায় এবং দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয় ।
  3. ৩. রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে যায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় ।
  4. ৪. রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয় তা ওজন কমানোর ক্ষেত্রে এবং রক্ত চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে ।
  5. ৫. রক্ত দাতার শরীরে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোন রোগ আছে কি না, তা বিনা খরচে জানা যায়।
  6. ৬. নিয়মিত রক্তদানে রক্তদাতার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ।
  7. ৭. রক্ত দাতার যদি নিজের বা আপন জনদের রক্তের প্রয়োজন হয় তাহলে Blood Host BD সহ অন্যান্য স্বেচ্ছায় রক্তদান কারি সংগঠন গুলো বিশেষ ভাবে সাহায্যে এগিয়ে আসবে ।


স্বেচ্ছায় রক্তদান করতে Blood Host BD তে রেজিস্ট্রেশন করে নিজের একটি স্বেচ্ছায় রক্তদাতা প্রোফাইল তৈরি করুন এবং প্রতিটি রক্ত দানের সময় , তারিখ, স্থান এবং রক্ত গ্রহিতার বিস্তারিত সহ রক্ত দানের ছবি সারাজীবন সংরক্ষন রাখুন ।

রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bloodhostbd.com/donor/register